ভারতের মহারাষ্ট্রের সাবেক সংসদ সদস্য বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। এরই মধ্যে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই ও তার টিম। এমন খবর প্রকাশের পর সতর্ক করা হয়েছে বলিউড ভাইজান সালমান খানকে। শুধু তাই নয়, আজকে (১৩ অক্টোবর) সালমান সব মিটিং বাতিল করেছেন। মুম্বাই পুলিশের পক্ষ থেকে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশ কয়েকবার লরেন্স বিষ্ণোই ও তার টিম সালমানকে হত্যার হুমকি দিয়েছিল।
১২ অক্টোবর দুষ্কৃতকারীদের গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বাবা সিদ্দিকি। পূজা উপলক্ষে সিদ্দিকি যখন আতশবাজি ফোটাচ্ছিলেন, সেই সময় তিনজন লোক পিস্তল দিয়ে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পূর্ব বান্দ্রায় বাবা সিদ্দিকির ছেলে জিশানের অফিসের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।